ধনতেরাসে কি কিনলে জীবনে সৌভাগ্য বয়ে আনবে - জানা দরকারি - Jana Dorkari

Breaking

বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ধনতেরাসে কি কিনলে জীবনে সৌভাগ্য বয়ে আনবে

ধনতেরাসে এগুলো কিনলে জীবনে সৌভাগ্য বয়ে আনবে


2025 সালে ধনতেরাসের শুভ তিথিঃ

১৮ ই অক্টোবর শনিবার ধনতেরাস পালন করা হবে। ধনতেরসের শুভ তিথি শুরু হবে ১৮ই অক্টোবর দুপুর ১২টা বেজে ৫১ মিনিটে। তিথি শেষ হবে ১৯শে অক্টোবর দুপুর ১টা বেজে ৫১ মিনিটে। ধনতেরাসের দিন ধনসম্পদের দেবী লক্ষ্মী, ধনদেবতা কুবের, সিদ্ধিদাতা গণেশ এবং ধন্বন্তরির পূজা করা হয়ে থাকে। এবছর ধনতেরসের শুভ সময় ১৮ই অক্টোবর সন্ধ্যা ৭বেজে ১৬মিনিট থেকে ওইদিন রাত ৮টা বেজে ২০মিনিট পর্যন্ত। 


ধনতেরাসের আগে সোনার দাম বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া রূপার দরের বৃদ্ধি দেখা গেছে। তাই দূর্গাপূজার পর থেকে সোনার দাম কম থাকতেই অনেকে সোনা ক্রয় করা শুরু করে দিয়েছেন। 




ধনতেরাস উপলক্ষ্যে কি কিনবেনঃ

ধনতেরাসের দিন ধাতুর কেনাকাটা করার একটি বিশেষ মাহাত্ম্য আছে। কথিত আছে যে, এই দিন সোনা, রূপা, পিতল, তামার জিনিস কিনলে তা ১৩গুণ বেড়ে যায়। তবে সোনার গয়না কিনতেই হবে এমন কথা নেই। আপনি ধনতেরাস উপলক্ষ্যে রূপোর গয়না, সোনার কয়েন, সোনার পাত কিনতে পারেন। এছাড়া ধনতেরাস উপলক্ষ্যে পিতল, তামার বাসনপত্র কিনতে পারবেন। মনে করা হয় এই ধাতুগুলিতে মা লক্ষ্মী বসবাস করে থাকেন।